November 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 27th, 2025, 6:58 pm

শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে অন্তত ৩২ জনের মৃত্যু, নিখোঁজ ১৪

 

শ্রীলঙ্কায় কয়েকদিন ধরে অব্যাহত ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দেশটির সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এই তথ্য জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ভয়াবহ পরিস্থিতির কারণে যাত্রীবাহী ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চলের প্রধান সড়ক বন্ধ হয়ে গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য অনুযায়ী, রাজধানী কলম্বো থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে, দেশের মধ্যপ্রদেশের চা উৎপাদনকারী পার্বত্য অঞ্চলে ১৮ জনের মৃত্যু ঘটেছে। একই এলাকায় বৃহস্পতিবার আরও ১৪ জন নিখোঁজ রয়েছেন।

গত সপ্তাহ থেকে দেশটি তীব্র আবহাওয়ার সঙ্গে লড়াই করছে। ভারী বৃষ্টিপাতের ফলে ঘর-বাড়ি, মাঠ এবং রাস্তাঘাট প্লাবিত হয়েছে। বেশ কিছু জলাধার ও নদী উপচে পড়ার কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রদেশগুলোকে সংযুক্ত করার গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ রাখা হয়েছে। কিছু এলাকায় রেল লাইনও বন্যার পানিতে ডুবে গেছে।

স্থানীয় টেলিভিশনে দেখানো হয়েছে, কলম্বো থেকে প্রায় ৪১২ কিলোমিটার পূর্বে, পূর্বাঞ্চলীয় শহর আম্পাড়া অঞ্চলে নৌবাহিনীর উদ্ধার তৎপরতা চলছে। এই তীব্র আবহাওয়া প্রায় ৪ হাজার পরিবারকে প্রভাবিত করেছে।

এনএনবাংলা/