শ্রীলঙ্কায় তীব্র বিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে সোমবার পদত্যাগ করেছেন।
এনডিটিভির খবরে বলা হয়েছে, দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান হিসেবে শুক্রবার এক বিশেষ বৈঠকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানানোর কয়েকদিন পর এমন সিদ্ধান্ত নিয়েছেন মাহিন্দা রাজাপাকসে।
প্রধানমন্ত্রীর পদত্যাগের ফলে প্রেসিডেন্ট রাজাপাকসে একটি সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের জন্য সংসদে সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে বিরোধীদল সমাগি জন বালাবেগায়া (এসজেবি) নিশ্চিত করেছে দলটির নেতা সজিথ প্রেমাদাসা অন্তর্বর্তী সরকারে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করবেন না।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন টেম্পল ট্রিসের বিপরীতে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে পদত্যাগ না করার আহ্বান জানিয়ে বিক্ষোভ করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তারা টেম্পল ট্রিসের কাছে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত কমপক্ষে ১৬ জনকে কলম্বো ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাহিন্দা রাজাপাকসে জনগণকে সংযত থাকার আহ্বান জানিয়ে একটি টুইট করার পরপরই পদত্যাগের খবরটি আসে।
—-ইউএনবি
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
‘এইচএমপিভি’, নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছে যেভাবে