January 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 12th, 2022, 8:00 pm

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হতে চান বিরোধীদলীয় নেতা

অনলাইন ডেস্ক :

গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগের পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চান দেশটির প্রধান বিরোধী দলের নেতা সাজিথ প্রেমাদাসা। বিবিসিকে তিনি এ কথা জানিয়েছেন। প্রেমাদাসার দল সামাজি জন বালাবেগায়ার (এসজিবি) পক্ষ থেকে মিত্রদের সমর্থন আদায় নিয়ে যখন আলোচনা চলছে, সেই সময় তিনি নিজের ইচ্ছার কথা জানালেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ঘোষণা দিয়েছেন, চলতি সপ্তাহে পদত্যাগ করবেন। পার্লামেন্টের স্পিকার আইন প্রণেতাদের বলেছেন ২০ জুলাই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য। প্রেমাদাসা বলেছেন, ‘তার দল ও মিত্ররা একমত হয়েছে, যদি শূন্যতা দেখা দেয় তাহলে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়ার বিষয়ে। ‘ সর্বদলীয় অন্তর্বর্তী সরকারে যোগ দিতে প্রস্তুতও রয়েছেন তিনি। প্রেমাদাসা স্বীকার করছেন, এই সংকটের দ্রুত কোনো সমাধান নেই। তার মতে, ২০১৯ সালের আগের অবস্থায় অর্থনীতিকে নিয়ে আসতে চার থেকে পাঁচ বছর সময় লাগবে। তিনি বলেন, ‘আমরা জনগণকে প্রতারিত করব না। আমরা অকপট হব এবং শ্রীলঙ্কার অর্থনৈতিক দুর্দশা লাঘবের একটি পরিকল্পনা তুলে ধরব। ‘ সূত্র : বিবিসি