অনলাইন ডেস্ক :
শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। এবার লঙ্কানদের বিপক্ষে টেস্টের লড়াইয়ে নামবে ক্যারিবীয়রা। চলতি মাসের ২১ ও ২৯ তারিখ দুটি টেস্ট খেলবে দু’দল। শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে উইন্ডিজরা। ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জেরোমি সলোজানো। ক্যারিবীয়দের হয়ে ২০১৪ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং ‘এ’ দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে ২৬ বছর বয়সী এই ওপেনারের। এখন পর্যন্ত ৪০টি প্রথম শ্রেণি এবং ১০টি লিস্ট এ ম্যাচ খেলেছেন তিনি। সলোজানোকে নিয়ে ক্যারিবীয় নির্বাচক রজার হার্পার বলেন, ‘২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের হয়ে দারুণ খেলেন জেরোমি। ভারতের বিপক্ষে সেই ম্যাচগুলো বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। এ ছাড়া বেস্ট বনাম বেস্টের খেলায়ও সে নিজের দক্ষতা এবং ধৈর্য দেখিয়েছে। পেস এবং স্পিন দুই ধরনের বলের বিপক্ষেই সে সফল ছিল। এসবকিছু দেখেই নির্বাচকদের প্যানেল তাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী হয়েছে।’ জায়গা হারিয়েছেন টপ অর্ডার ব্যাটার কাইরন পাওয়েল এবং পেসার আলজারি জোসেফ। দলে ফিরেছেন গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে দুর্দান্ত পারফর্ম করা রাকিম কর্নওয়াল। এ ছাড়া ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন শ্যানন গ্যাব্রিয়েল। আগামী ২১শে নভেম্বর গল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের লড়াইয়ে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ২৯শে নভেম্বর।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েপট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, রস্টন চেজ, রাকিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, শাই হোপ, কাইল মেয়ার্স, ভিরাসামি পারমাল, কেমার রোচ, জেইডেন সিলস, জেরেমি সলোজানো ও জোমেল ওয়ারিক্যান।
আরও পড়ুন
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর
৪৫ ছক্কায় দিন পার, তামিমের চাওয়া ‘বড় বাউন্ডারি’
ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করল বাংলাদেশ