সোমবার থেকে ভারতের ভুবনেশ্বরে শুরু হচ্ছে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট শুরুর প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশের যুবারা। প্রতিপক্ষ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২০ দল। লঙ্কানদের বিপক্ষে জয় দিয়েই আসর শুরু করার লক্ষ্যের কথা জানালেন বাংলাদেশ অধিনায়ক তানভীর হাসান। ভারতের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২০ দলের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। এবারের আসরকে সামনে রেখে গত ১ জুলাই থেকে কমলাপুর স্টেডিয়ামে নিবিড় অনুশীলন করেছে যুবারা। ২৩ জনের দলের মধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ও প্রিমিয়ার লিগ খেলা ফুটবলারের সংখ্যা ১১ জন। বাকি ১২ জন বাফুফের এলিট একাডেমির। সবাই ম্যাচ খেলা ও অনুশীলনের মধ্যে থাকায় বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচের আগে রোববার (২৪ জুলাই) সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক তানভীর বলেছেন,’দলে কোনো ইনজুরি নেই, এই ম্যাচ খেলার জন্য সবাই মুখিয়ে আছি। প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চাই। প্রতিটা দলই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এখানে এসেছে, আমাদের লক্ষ্য’ও এক। গত কিছুদিন আমরা এক সাথে অনুশীলন করেছি। আমরা প্রতিটা ম্যাচ ভাল খেলতে চাই, যা শুরু হবে শ্রীলংকা ম্যাচ দিয়ে। আশা করি ভাল কিছু হবে। ‘ বাংলাদেশের যুবাদের প্রধান কোচ হিসেবে ভারতে গিয়েছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। তাঁর অধীনেই ঢাকায় অনুশীলন করেছে বাংলাদেশ দল। এই ব্রিটিশ বলেছেন,’প্রথম ম্যাচের তাকিয়ে আছি। খানিকটা উত্তেজনাও কাজ করছে। দলের প্রস্তুতি খুব ভাল। প্রথম ম্যাচ কেমন হয় সেটা দেখতে চাচ্ছি। দলের অনেকেই বিসিএল, বিপিএল খেলেছে। তাই সবাই খেলার মধ্যেই ছিল। আমরা ম্যাচ বাই ম্যাচ ভাল করতে চাই। ‘পাঁচ দলের আসরের ২৫ জুলাই টুর্নামেন্ট শুরু হয়ে শেষ হবে ৫ আগস্ট। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে। অংশ নিচ্ছে স্বাগতিক ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল