দেশ কিংবা দেশের বাইরে শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে কখনও টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। লঙ্কানদের তাদেরই মাঠে হারিয়ে ইতিহাস গড়লো লিটন দাসের দল। শ্রীলঙ্কার মাটিতেও এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়।
দারুণ এক জয়ে শ্রীলঙ্কা সফর শেষ করল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জিতল সফরকারীরা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৩৩ রানের লক্ষ্য ২১ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে বাংলাদেশ।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ১১ রানে ৪ উইকেট নেন এই ম্যাচ দিয়ে একাদশে ফেরা শেখ মেহেদি হাসান।
ছোট লক্ষ্যে ক্যারিয়ার সেরা ইনিংসে ১ চার ও ৬ ছক্কায় ৪৭ বলে ৭৩ রান করেন তানজিদ হাসান।
লক্ষ্য খুব বড় নয়, ১৩৩ রানের। তবে প্রথম বলেই পারভেজ হোসেন ইমনকে হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ। নুয়ান তুষারার বলে এলবিডব্লিউ হয়ে গোল্ডেন ডাকে ফেরেন ইমন।
তবে তানজিদ হাসান তামিম আর লিটন দাস ৫০ বলে ৭৪ রানের জুটি গড়ে দলকে অনেকটা পথ এগিয়ে দেন। ২৬ বলে ২ চার আর ১ ছক্কায় ৩২ করে আউট হন লিটন।
বাকি পথটুকু সহজেই পাড়ি দিয়েছেন তামিম আর তাওহিদ হৃদয়। ৪৮ বলে ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ বের করেই ফিরেছেন তারা। ৪৭ বলে ১ চার আর ৬ ছক্কায় হার না মানা ৭৩ করেন তানজিদ তামিম। ২৫ বলে ২৭ রানে অপরাজিত থাকেন হৃদয়।
এর আগে ১৯ ওভারে শ্রীলঙ্কার রান ছিল ৭ উইকেটে ১০৫। শেষ ওভারে শরিফুল ইসলাম উদারহস্তে দিলেন ২২ রান। সব মিলিয়ে ৪ ওভারে এই পেসারের খরচ এক উইকেট নিয়ে ৫০ রান।
শরিফুলের ওই শেষ ওভারের সৌজন্যে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা তোলে ৭ উইকেটে ১৩২ রান।
উল্লেখ্য, প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার (১৬ জুলাই) টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৩২/৭ (নিসাঙ্কা ৪৬, কুসাল মেন্ডিস ৬, কুসাল পেরেরা ০, চান্দিমাল ৪, আসালাঙ্কা ৩, কামিন্দু মেন্ডিস ২১, শানাকা ৩৫, ভ্যান্ডারসে ৭, থিকশানা ৬; শরিফুল ৪-০-৫০-১, মেহেদি ৪-১-১১-৪, মুস্তাফিজ ৪-০-১৭-১, তানজিম ২-০-২৩-০, শামীম ২-০-১০-১, রিশাদ ৪-০-২০-০)
বাংলাদেশ: ১৬.৩ ওভারে ১৩৩/২ (পারভেজ ০, তানজিদ ৭৩*, লিটন ৩২, হৃদয় ২৭*; থুসারা ৩-০-২৫-১, বিনুরা ২-০-১১-০, থিকশানা ৩.৩-০-৩০-০, আসালাঙ্কা ১-০-১৬-০, ভ্যান্ডারসে ৪-০-২৯-০, কামিন্দু ৩-০-২১-১)
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: শেখ মেহেদি হাসান
ম্যান অব দা সিরিজ: লিটন কুমার দাস
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
গোপালগঞ্জে হামলা, প্রশাসনের গাফিলতি থাকলে ব্যবস্থা: সৈয়দা রেজওয়ানা
গোপালগঞ্জে সংঘর্ষে অন্তত চার জন নিহত
গোপালগঞ্জে রাত ৮টা থেকে কারফিউ জারি