September 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 18th, 2025, 6:12 pm

 ষড়যন্ত্র করে গণতন্ত্রকে সাময়িকভাবে বাঁধাগ্রস্ত করা যায়, কিন্ত দীর্ঘ মেয়াদের গণতন্ত্রেরই বিজয় হয়

টাঙ্গাইল প্রতিনিধি:

বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ছাত্র সংসদ নির্বাচনে অনিয়ম হয়েছে, সেগুলো সাধারণ ছাত্র ছাত্রীরা ইতিমধ্যে তুলে ধরেছেন। ছাত্র সংসদ নির্বাচন  আর জাতীয় সংসদ নির্বাচন এক জিনিস না।

বুধবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে উপহার সামগ্রী বিতরণের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দীর্ঘ ১৭ বছর আমাদের নেতা-কর্মীরা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। তারা সঠিকভাবে ক্যাম্পাসগুলোতে কাজ করতে পারেনি। একটি গুপ্ত সংগঠন তাদের রূপ পরিবর্তন করে কাজ করছে। কাজেই যারা গুপ্তভাবে কাজ করে তারাই কিন্ত অনিয়মের পথ বেছে নেয়। বাংলাদেশের মানুষের নির্বাচনের কারচুপি মেনে নিতে পারে না। বাংলাদেশের মানুষ ১৪, ১৮ এবং ২৪ সালে ভোট দিতে পারেনি।

তিনি বলেন, নির্বাচন করতে দিবো না এটিই হলো জনগণের বিপক্ষের কথা। নিজেদেরকে ফ্যাসিবাদের মানসিকতা চরিত্র তারা ফুটিতে তুলছে এটা হচ্ছে আশঙ্কার বিষয়। বাংলাদেশের মানুষ বিগত ১৭ বছর তাদের আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদের বিদায় করেছে। সবাই চাই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। মানুষ তার পছন্দমত প্রার্থীকে বেছে নিবে। সেই ব্যবস্থা করার দায়িত্ব হচ্ছে সরকারের।

তিনি আরো বলেন, নির্বাচন বানচালের জন্য বিভিন্ন কথা মানুষ এর আগেও বলেছে এবং যড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করে গণতন্ত্রকে বাঁধাগ্রস্ত করা যায় সাময়িকভাবে। দীর্ঘ মেয়াদের গণতন্ত্রেরই বিজয় হয়। আশা করি এদেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। বাংলাদেশের মানুষ  তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ মানুষ প্রত্যাশা করে। যে বাংলাদেশে কোন সন্ত্রাস ও নৈরাজ্য থাকবে না।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী প্রমুখ।