December 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 13th, 2025, 8:04 pm

ষড়যন্ত্র থেমে নেই, নির্বাচন অতো সহজ হবে না: তারেক রহমান

 

চলমান ষড়যন্ত্রের কারণে আসন্ন নির্বাচন সহজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহই প্রমাণ করছে, আগে থেকেই যে আশঙ্কার কথা তিনি বলেছিলেন, তা বাস্তব রূপ নিতে শুরু করেছে।

শনিবার সন্ধ্যায় বিএনপির উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। তিনি উল্লেখ করেন, গত কয়েক দিনে ঘটে যাওয়া নানা ঘটনা—বিশেষ করে চট্টগ্রামে বিএনপির এক প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা—চলমান ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ।

তারেক রহমান বলেন, নিজেদের মধ্যে বিভেদ ও মতপার্থক্য দূর করে ঐক্যবদ্ধ হতে না পারলে দেশ ভয়াবহ বিপদের দিকে এগিয়ে যাবে। অতীতের উদাহরণ টেনে তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান ও পরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বারবার দেশকে সংকট ও ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে এনেছে।

তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা যাচ্ছে যে ষড়যন্ত্র এখানেই শেষ নয়; পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। তবে ভয় বা আতঙ্কে পিছু হটার কোনো সুযোগ নেই। বরং জনগণের মধ্যে সাহস জাগিয়ে তুলে গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে।

তারেক রহমান বলেন, যত বেশি ঐক্য গড়ে তোলা যাবে, তত দ্রুত ষড়যন্ত্রকারীরা পিছু হটতে বাধ্য হবে এবং যে কোনো মূল্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। ষড়যন্ত্র মোকাবিলার সক্ষমতা একমাত্র বিএনপিরই রয়েছে বলেও দাবি করেন তিনি।

চট্টগ্রাম ও ঢাকায় বিএনপির প্রার্থীদের ওপর গুলিবর্ষণের ঘটনার প্রসঙ্গ টেনে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এই কর্মশালায় তিনি খাল খনন, স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বেকার সমস্যা সমাধান, তথ্যপ্রযুক্তির অগ্রগতি এবং বায়ু ও পানি দূষণ রোধে বিএনপির বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, এখন ‘আমি কী পেলাম’—এই মানসিকতা থেকে বেরিয়ে এসে দেশ ও জাতির জন্য কী করা যায়, সে বিষয়ে ভাবার সময়। দেশ ও জাতির কল্যাণে কাজ করলে ভবিষ্যৎ প্রজন্ম একটি নিরাপদ ও সুন্দর জীবন পাবে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, এখন ঘরে বসে থাকার সময় নয়। জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রামের ময়দানে নামতে হবে। শেষ পর্যন্ত ভোটের মাঠেই দেখা হবে বলেও জানান তিনি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এনএনবাংলা/