December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 5th, 2023, 1:59 pm

সংকটাপন্ন সুদান ছাড়তে পোর্ট সুদানে পৌঁছেছেন ৬৭৫ বাংলাদেশি

সংকটাপন্ন সুদান থেকে এ পর্যন্ত ৬৭৫ জন বাংলাদেশি নাগরিক খার্তুম থেকে পোর্ট সুদানে পৌঁছেছেন। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘যাদের পাসপোর্ট নেই তাদের ট্রাভেল পারমিট সরবরাহ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রথম পর্যায়ে নারী, শিশু এবং অসুস্থদের জাহাজে আসন সংখ্যা অনুসারে জেদ্দার উদ্দেশে পাঠাবো। বাকিরা পরবর্তী জাহাজে রওনা হবেন। প্রতিনিয়ত জাহাজ ছাড়ছে। কোনো সমস্যা হবে না।’

দুই দিন আগে খার্তুম থেকে বাসে করে ৬৫০ জন বাংলাদেশি পোর্ট সুদানের উদ্দেশে রওনা হন। তারা লোহিত সাগর অতিক্রম করার জন্য পোর্ট সুদান থেকে জেদ্দা বন্দর পর্যন্ত ১২ ঘন্টার যাত্রা করে।

প্রতিমন্ত্রী বাংলাদেশি নাগরিকদের কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান, কারণ তারা নিরাপদ স্থানান্তর সম্পূর্ণ করতে তাদের জীবনের ঝুঁকি নিচ্ছেন।

যারা কর্মকর্তাদের নির্দেশনা মানতে অস্বীকার করবে তাদের আইনি পরিণতির বিষয়ে সতর্ক করেছেন তিনি।

তিনি তার ফেসবুক পোস্টে বলেন, ‘কয়েকজনের জন্য সকলের জীবন নিরাপত্তা ঝুঁকিতে আমরা ফেলব না।’

যেসব বাংলাদেশির পাসপোর্ট আছে, তাদের অবিলম্বে জাহাজে নেওয়ার জন্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ব্যবস্থা করা হয়েছে।

যাদের পাসপোর্ট নেই তাদের ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হবে এবং বেশ কয়েকটি সৌদি জাহাজ থাকায় তারা পরবর্তী উপলব্ধ জাহাজ পাবেন।

—ইউএনবি