December 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 16th, 2025, 9:34 pm

সংকটাপন্ন হাদির অবস্থা, চিকিৎসকরা বলছেন ‘টাইম উইন্ডো’ পর্যবেক্ষণ চলছে

 

নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (SGH) উন্নত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ও হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জানান, হাদির মস্তিষ্কে ইস্কেমিক পরিবর্তন ও ব্রেন ইডেমা (ফোলা) এখনও অপরিবর্তিত রয়েছে। ব্রেন স্টেমে আঘাতের কারণে ভেন্ট্রিকুলার সিস্টেমে চাপ তৈরি হয়েছে, যা চিকিৎসার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।

ডা. আহাদ আরও জানান, গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় অস্ত্রোপচার ও নিবিড় চিকিৎসা দেওয়া হয়েছিল। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানকার নিউরোসার্জারি ও ক্রিটিক্যাল কেয়ার টিম যৌথভাবে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

বর্তমানে হাদির কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুস কৃত্রিম ভেন্টিলেশনের মাধ্যমে সচল রাখা হয়েছে। তার গ্লাসগো কোমা স্কেল (GCS) স্কোরে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। চিকিৎসকরা বলছেন, এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় বা ‘টাইম উইন্ডো’, যার মধ্যে শরীর ইতিবাচক সাড়া দিলে ভবিষ্যৎ অবস্থা উন্নতির সম্ভাবনা তৈরি হয়।

হাদির ফুসফুসের সর্বশেষ সিটি স্ক্যানে আগের মতো রক্তের উপস্থিতি দেখা গেছে। বাংলাদেশে তার বুকে চেস্ট ড্রেন দেওয়ার কারণও একই জটিলতার সঙ্গে সম্পর্কিত ছিল। সিঙ্গাপুরেও শ্বাসপ্রশ্বাস ব্যবস্থাপনা চলমান।

চিকিৎসকরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের বিষয়ে সতর্ক করেছেন। ডা. আহাদ স্পষ্ট করে জানিয়েছেন, হাদি চোখ খুলেছেন বা অবস্থার উন্নতি হয়েছে—এমন কোনো তথ্য সঠিক নয়। অবস্থা এখনও স্ট্যাটিক।

হাদির পরিবার ও সহকর্মীরা দেশবাসীর কাছে দোয়া ও সমর্থনের আবেদন জানিয়েছেন এবং অনুরোধ করেছেন গুজব ছড়ানো বন্ধ করতে। এছাড়া সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল জানিয়েছে, হাদির আরেকটি অপারেশন প্রয়োজন হলেও বর্তমান শারীরিক পরিস্থিতিতে তা সম্ভব হচ্ছে না।

এনএনবাংলা/