December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 25th, 2021, 9:42 pm

সংক্রমণ ও সংক্রমণজনিত মৃত্যুতে এগিয়ে ঢাকা

উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে ঢাকার হাসপাতালে বাড়ছে করেনা রোগীর চাপ। ছবিটি রোববার সকালে রাজধানীর মহাখালি ডিএনসিসি কোভিড হাসপাতাল থেকে তোলা।

মো: সাকিক হারুন ভূঁইয়া :

করোনাভাইরাসের সংক্রমণ ও সংক্রমণজনিত মৃত্যুর ক্ষেত্রে জেলাভিত্তিক হিসাবে ঢাকা এগিয়ে আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন ১৯ হাজার ২৭৪ জন।

করোনাভাইরাসের শনাক্তের হার বেড়েছে। মহাখালি ডিএনসিসি কোভিড হাসপাতালে করোনাভাইরাসে সংক্রমিত হওয়া রোগিদের সংখ্যা বাড়ায় হিমসিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। ছবিটি রোববার তোলা।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ হাজার ২৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানিয়েছেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও সংক্রমণজনিত মৃত্যুর ক্ষেত্রে জেলাভিত্তিক হিসাবে ঢাকা এগিয়ে রয়েছে। রোববার (২৫ জুলাই) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান তিনি।

 

করোনাভাইরাসের শনাক্তের হার বেড়েছে। মহাখালি ডিএনসিসি কোভিড হাসপাতালে করোনাভাইরাসে সংক্রমিত হওয়া রোগিদের সংখ্যা বাড়ায় হিমসিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। ছবিটি রোববার তোলা।

জেলাভিত্তিক শনাক্তের হিসাবে ঢাকা শীর্ষে অবস্থান করছে। এরই মধ্যে ঢাকায় শনাক্ত রোগীর সংখ্যা চার লাখ ছাড়িয়ে গেছে বলে জানান তিনি। অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, তারপরের অবস্থানে যথাক্রমে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, বগুড়া, নারায়ণগঞ্জ, খুলনা, ফরিদপুর এবং সবচেয়ে কম রোগী রাজশাহীতে।