September 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 19th, 2025, 4:57 pm

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সংসদ নির্বাচন করা আমাদের অন্যতম দাবী : মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম

0-0x0-0-0#

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি :

ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল- আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাবুগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় তিনি বলেন, “মতবিনিময় সভায় উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃণমূল থেকে গড়ে ওঠা গণমানুষের সংগঠন। জনগণের আশা-আকাংখার বাস্তব প্রতিফলন এই সংগঠনে রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো বর্তমানেও ৩০০ আসনে আমাদের প্রার্থী প্রস্তুত রয়েছে। কিন্তু গণহত্যাকারী ফ্যাসিষ্টদের বিচার, প্রয়োজনীয় সংস্কার ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র ক্ষমতার পালাবদলের নির্বাচনে অংশ নিবেনা। এদেশের শতভাগ মানুষের ভোটের প্রতিফলন ঘটাতে অবশ্যই সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা আমাদের অন্যতম দাবী। এ দাবী আদায়ের লক্ষ্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপের পাশাপাশি আমাদের নির্বাচনী প্রস্তুতিও চলছে”।

তিনি আরো বলেন, “৫ আগস্টের পরে অনেক দল যখন লুটপাটে ব্যস্ত হয়ে পরে, ঠিক তখনও ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের জানমালের নিরাপত্তায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে। আগামী নির্বাচনে ক্ষুধা, দারিদ্র্য  ও পার্সেন্টিসমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বরিশাল-৩ আসনের একজন প্রার্থী হিসেবে সাংবাদিকসহ সমাজের সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা তিনি কামনা করেন”।

বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর) বিকালে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা রহমতুল্লাহ মাতুব্বরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শামসুল হকের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন , জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় ইবতেদায়ী বিষয়ক সম্পাদক মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার সদস্য মাওলানা মুহাম্মাদ ইবরাহীম হোসাইন মৃধা, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সাইফুল রহিম, সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওলানা মুফতী রফিকুল ইসলাম, এ্যাসিস্ট্যান্ড সেক্রেটারী হাফেজ মাওলানা রাসেল হোসাইন, অন্যতম সদস্য মাওলানা নুরুদ্দীন খান, জাতীয় শিক্ষক ফোরামের বাবুগঞ্জ উপজেলা সভাপতি মাস্টার আবদুস সালাম, সেক্রেটারী ইকবাল হোসেন স্বপন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মুহাম্মাদ আবদুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি মোঃ রেজাউল করিম, সহ-সভাপতি মোঃ বেলাল হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সহ-সভাপতি মোঃ বেলাল হোসাইন সিয়াম, সাধারণ সম্পাদক মোঃ মহিবুল ইসলাম সহ বাবুগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।