January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 8th, 2022, 7:25 pm

সংবাদ পাঠিকা থেকে নায়িকা রেহনুমা

অনলাইন ডেস্ক :

সংবাদ পাঠিকা থেকে নায়িকার খাতায় নাম লিখিয়েছেন রেহনুমা মোস্তফা। ‘লকডাউন লাভস্টোরি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। চিত্রনায়ক ইমনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রেহনুমা। ‘লকডাউন লাভ স্টোরি’ নির্মাণ করেছেন শাহ আলম ম-ল। ওটিটি এবং প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির প্রস্তুতি চলছে। নিজের প্রথম সিনেমা মুক্তির খবরে বেশ উচ্ছ্বসিত রেহনুমা। তিনি জানান, করোনার কালের প্রেম, করোনা দুর্যোগের প্রেম, অসাবধানতার কারণে যে মৃত্যু তা নিয়ে সিনেমাটি। সংবাদ পাঠিকা হিসেবে ৯ বছর ধরে কাজ করছেন রেহনুমা। কয়েকটি নাটকেও অভিনয় করেছেন তিনি। বর্তমানে বড়পর্দা নিয়েই ভাবছেন রেহনুমা। ‘লকডাউন লাভস্টোরি’ সিনেমায় ছন্দ চরিত্রে দেখা যাবে তাকে। বাড়ির পাশের মেয়ের চরিত্র। ছন্দ বাবা-মায়ের একমাত্র সন্তান। ইমন ভাই বিদেশ ফেরত। আমি তার প্রতিবেশী। লকডাউন শুরু হলে এগিয়ে যায় গল্প। রেহনুমা উচ্চতর গবেষণা করছেন মানবসম্পদ ব্যবস্থাপনায়। বাবা নুরুল মোস্তফা পেশায় একজন আইনজীবী। রেহনুমার দাদা বাড়ি ফেনী হলেও তার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। রেহনুমা মনে করেন, প্রতিটি যাত্রায় প্রতিবন্ধকতা আছে, সেগুলো মেনে নিয়েই কাজ করতে হয়। প্রথমে নাটকে অভিনয় করেছেন রেহনুমা। এখনো নাটক করছেন নিয়মিত। শোবিজে নিজের পাকা অবস্থান গড়তে চান রেহনুমা মোস্তফা। ছোটপর্দা, বড়পর্দা মিলিয়ে সমান তালে কাজ করতে চান তিনি। জানান, অভিনয়কে ভালোবেসে ফেলেছেন। সে ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চান।