December 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 18th, 2025, 4:15 pm

সংবিধান বাতিল করা জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল না: প্রধান বিচারপতি

 

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সংবিধান বাতিল করা কখনোই জুলাই বিপ্লবের উদ্দেশ্য ছিল না। বরং সংবিধানের সঙ্গে বিচার বিভাগের সম্পর্ককে স্বচ্ছ, বিশুদ্ধ ও জবাবদিহিমূলক করাই ছিল ওই অভ্যুত্থানের মূল লক্ষ্য। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আপিল বিভাগে অবসরের আগে শেষ কর্মদিবসে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদায়ী ভাষণে প্রধান বিচারপতি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় যতদিন বিচার বিভাগের মূল্যবোধ অটুট থাকবে, ততদিন সুপ্রিম কোর্ট ন্যায়বিচার ও স্বাধীনতার সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে যাবে।

তিনি আরও বলেন, বিচার বিভাগকে অবশ্যই বিদ্যমান সংবিধানের মূল কাঠামোর নীতিমালা অনুসরণ করতে হবে। এসব নীতির মধ্যে রয়েছে ক্ষমতার বিভাজন, বিচার বিভাগের স্বাধীনতা, গণতান্ত্রিক শাসনব্যবস্থা, মৌলিক অধিকার এবং জনগণের সার্বভৌমত্ব।

প্রধান বিচারপতির মতে, বিচার বিভাগের প্রকৃত শক্তি কোনো একক প্রতিষ্ঠানে নয়; বরং সততা ও দূরদর্শিতার সঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠার সম্মিলিত অঙ্গীকারের মধ্যেই তা নিহিত।

এদিকে প্রধান বিচারপতির শেষ কর্মদিবস উপলক্ষে আপিল বিভাগের এজলাসে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারপতি, আইনজীবী এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/