January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 11th, 2022, 8:14 pm

সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানি রহমান মারা গেছেন

সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানি রহমান মঙ্গলবার ব্যাংককের একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এসএম রেজাউল করিমের ব্যক্তিগত সহকারী গৌতম নারায়ণ রায় চৌধুরী জানান, ক্যান্সারে আক্রান্ত শেখ অ্যানি দুপুর ১টার দিকে ব্যাংককে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি তার স্বামী শেখ হাফিজুর রহমান (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই), এক ছেলে ও এক মেয়ে এবং বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বুধবার তার মরদেহ ব্যাংকক থেকে দেশে আনা হবে।

অ্যানি রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, এ্যানি রহমান ছিলেন আওয়ামী রাজনৈতিক পরিবারের সন্তান।

তিনি বলেন, ‘তিনি সবসময়ই তার (সংসদীয়) এলাকার উন্নয়নে উদ্যোগী ছিলেন।’

শেখ হাসিনা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

—-ইউএনবি