January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 17th, 2023, 8:50 pm

সংরক্ষিত বনে মাটি খননের অভিযোগে ইউনিটেক্স গ্রুপের পরিচালক গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড বন বিভাগের করা মামলায় ইউনিটেক্স গ্রুপের পরিচালক ফারনাহ আহমেদকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (১৬ জুলাই) রাতে নগরীর চকবাজার এলাকা থেকে র‌্যাব-৭ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মিডিয়া নুরুল হুদা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সীতাকুণ্ডে অবৈধ মাটি খনন করে বাঁধ নির্মাণ, আধিপত্য বিস্তার ও বন দখল সিন্ডিকেটের প্রধান ও আদালত কর্তৃক ওয়ারেন্টভুক্ত প্রধান আসামি পলাতক ফারহান আহমেদকে গোপন সংবাদের ভিক্তিতে গ্রেপ্তার করা হয়।

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ৬ জুন সীতাকুণ্ড রেঞ্জ এর বাঁশবাড়িয়া বিট কর্মকর্তা সংরক্ষিত বনে ইউনিটেক্স গ্রুপ লিমিটেড সংলগ্ন বেড়িবাঁধের পাশে একদল বনদস্যূ স্কাভেটর দিয়ে মাটি খনন করে বাঁধ নির্মাণ করছে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় আসামি ফারহান আহমেদেরে নেতৃত্বে তার অন্যান্য সহযোগীরা স্কাভেটর দিয়ে মাটি খনন করছে। বিট কর্মকর্তা ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে ফারহান আহমেদ তার অন্যান্য সহযোগীদের নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে সীতাকুণ্ড রেঞ্জ, উপকূলীয় বন বিভাগ বাদী হয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম, বন আদালতে ফারহান আহমেদকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

এ মামলায় আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

—-ইউএনবি