কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা একদিন পর রাজধানীতে আবার মিছিল করেছেন। মিছিলের আগে বিজয় সরণির এরোপ্লেন মোড়ে জড়ো হয় একদল যুবক।
মিছিলটি বিজয় সরণি মেট্রোরেল স্টেশনের নিচ থেকে সংসদ ভবনের রাস্তা ধরে খামার বাড়ি গিয়ে শেষ হয়।
রোববার বেলা পৌনে ২টার দিকে সংসদ ভবন এলাকায় মিছিল করার সময় ব্যানারসহ একজনকে আটকের তথ্য দিয়েছে পুলিশ।
এর আগে শুক্রবার বেলা ২টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় মিছিলটি হয়েছিল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, রোববার হঠাৎ করে বিজয় সরণীর এলাকায় একদল যুবক মিছিল শুরু করে। তাদের কাছে ব্যানার ছিল। তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়।
এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, আওয়ামী লীগ বা অঙ্গসংগঠন কেউ যেন ঝটিকা মিছিল করতে না পারে, আমরা সতর্ক ছিলাম। মিছিলের খবর পাওয়া মাত্রই আমাদের ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সেখান থেকে ব্যানারসহ একজনকে আটক করা হয়।
এনএনবাংলা/
আরও পড়ুন
পল্লী বিদ্যুতে ‘গণছুটিতে’ থাকা কর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে কাজে না ফিরলে ব্যবস্থা
শখের ‘রূপনগর’
আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত