সাইদুর রহমান রাজু, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
বিএনপি জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামত করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জাতিকে বিএনপিই সবার আগে দেখিয়েছে। একত্রিশ দফা সংস্কার কর্মসূচী দিয়েছে। এই স্বপ্ন বাস্তবায়নে ওয়াক আউট নয়, বিএনপি অঙ্গীকারাবদ্ধ ও বুলেট গতিতে কাজ করবে ।
তিনি আজ (২৯ জুলাই) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা শ্রমিক দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এর আগে দুপুরে তিনি ধোবাউড়া জেলা পরিষদ ডাক বাংলো হলরুমে ধোবাউড়া উপজেলার ইউপি সদস্যদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়ে উপজেলার তৃণমূলের সমস্যার কথা শোনেন।
কর্মীসমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, সংস্কারের নামে জোর করে কিছু মানতে বাধ্য করা হলে বিএনপি নিশ্চয়ই হয়ে বসে থাকবে না। বিএনপির মতো বড় এবং অভিজ্ঞ ও জনপ্রিয়, জনসম্পৃক্ত দলের মতামতকে উপেক্ষা করে কোনো কার্যকর টেকসই সংস্কার হতে পরে না। অন্যান্য ছোট ও নিবন্ধন বিহীন দলের সাথে বিএনপিকে তুলনা করা সরকারের উচিত হবে না। বিএনপি বড় দল, বড় দল হিসেবে বিএনপির দায়িত্বও বেশী। সে কারণে বিএনপি অনেক ছাড়ও দিয়েছে। কিন্তু অবাস্তব ও ভারসাম্যহীন কোনও কিছু চাপিয়ে দিতে চাইলে বিএনপি মেনে নেবে না।
তিনি আরো বলেন, দেশের জন্য ভালো এমন সংস্কারকে স্বাগত জানানোর মানসিকতা বিএনপির আছে, কিন্তু বিএনপিকে চাপে ফেলে অবাস্তব কিছু আদায় করা যাবে না। বিএনপি আন্দোলনে না থাকলে আওয়ামী ফ্যসিবাদের পতন ঘটতো না। আওয়ামী লীগের দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া ও বিএনপির আপোষহীন লাগাতার আন্দোলনে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট রচিত হয়েছিল।
কোটা সংস্কারের ছাত্র অন্দোলনে বিএনপিসহ রাজনৈতিক দলের সমর্থন এবং গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে খুনী সরকারের পতনের এক দফা দাবিতে বিএনপির আন্দোলনের ডাকে সর্বস্তরের জনগণের রাজপথে নেমে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় গণঅভ্যুত্থান তথা হাসিনার পতন ত্বরান্বিত হয়েছিল। বিএনপি ১৫ বছর আপোষহীন ভাবে লড়াই চালিয়ে গেছে। তিনি শ্রমিকদলের নেতাকর্মীদের প্রতি ধোবাউড়ায় শ্রমিক দলের সংগঠন সুশৃংখল ভাবে গড়ে তোলার আহবান জানান ।
ধোবাউড়া দাখিল মাদরাসা মাঠে জেলা শ্রমক দলের সভাপতি আবু সাইদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মফিদুল হক মোহনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যন আলহাজ্ব মফিজ উদ্দিন, ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন, আবদুল কুদ্দুস, আবদুল মোমেন শাহিন, বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি শহীদুল ইসলাম শহীদ, এম আসাদউল্লাহ আসাদ, সৌমিক হাসান সোহাগ, যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ সুজন, সাংগঠনিক সম্পাদক আবদুল গনি, দফতর সম্পাদক ফিরোজ নুন, প্রচার সম্পাদক আল আমিন জনি প্র্রমুখ বক্তব্য রাখেন।
সাইদুর রহমান রাজু
হালুয়াঘাট, ময়মনসিংহ
আরও পড়ুন
বাউফলে ব্রিজের সাথে বাল্কহেডের ধাক্কাঃ শরীর থেকে মাথা বিচ্ছিন্ন শ্রমিকের
জৈন্তাপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক
জয়পুরহাটে মিট প্রসেসিং প্লান্টের উদ্বোধন