সখীপুর (টাঙ্গাইল):
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া-আড়াইপাড়া সড়কের সংস্কার কাজ বন্ধের প্রতিবাদ ও দ্রুত পুনরায় কাজ চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া চৌরাস্তায় স্থানীয় সিএনজি চালক ও এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী সিএনজি চালকরা জানান, দীর্ঘদিন ধরে এ সড়ক দিয়ে চলাচল করা দুঃসহ হয়ে পড়েছে। খানাখন্দে ভরা রাস্তায় প্রতিদিন যাত্রীদের নামিয়ে লোকজন দিয়ে গাড়ি ধাক্কা দিয়ে পারাপার করতে হয়। এ সড়ক দিয়ে টাঙ্গাইলের কয়েকটি উপজেলার মানুষ ভালুকা ও ময়মনসিংহের সঙ্গে যাতায়াত করে থাকেন।
ক্ষুব্ধ চালক ও স্থানীয়রা অভিযোগ করে বলেন, রবিবার লাবীব গ্রুপের চেয়ারম্যান দানবীর সালাউদ্দিন আলমগীরের নিজস্ব অর্থায়নে সড়কটির সংস্কার কাজ শুরু হলেও অজ্ঞাত কারণে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) নোটিশ দিয়ে কাজ বন্ধ করে দেয়। এ ঘটনায় ওই সড়কে চলাচলকারীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এতে জনদুর্ভোগ আরও বেড়ে গেছে বলে দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তারা দ্রুত সংস্কার কাজ পুনরায় চালুর দাবি জানান।
প্রসঙ্গত, লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের ব্যক্তিগত অর্থায়নে সম্প্রতি সখীপুর-কচুয়া সড়কের মিলপাড়, সখীপুর-গোড়াই সড়কের হাসপাতাল গেট এলাকা ও শালগ্রামপুর সড়কসহ কয়েকটি স্থানে সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় কচুয়া-আড়াইপাড়া সড়কের সংস্কার কাজ শুরু হয়েছিল।
আরও পড়ুন
কুড়িগ্রামে টিসিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
সাপাহারে আবারো এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
রংপুর জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় আগামী ১২ই অক্টোবর রোববার থেকে সাড়ে ৮ লাখ শিশু-কিশোরকে টাইফয়েড টীকা দেয়া হবে