October 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 22nd, 2025, 7:03 pm

সখীপুরে অগ্নিকাণ্ডে প্রবাসীর ঘর ভস্মীভূত, ব‌্যাপক ক্ষয়ক্ষতি

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:

টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্ত্তনখোলা (পল্টনপাড়া) গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসী লাবু মিয়ার ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, হঠাৎ ঘরে আগুন ধরে গেলে মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় কেউ ঘর থেকে কিছুই বের করতে পারেননি। এতে ঘরের আসবাবপত্র, পোশাক, শিশুদের বই-খাতা, সেলাই মেশিন, নগদ ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ সব কিছুই পুড়ে যায়।

সবকিছু হারিয়ে লাবু মিয়ার স্ত্রী নাজমা বেগমের (৩০) মাথায় যে‌নো আকাশ ভে‌ঙে পড়ে‌ছে! বারবার মূর্ছা যাচ্ছেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামী চার বছর ধরে বিদেশে। তার কষ্টের টাকায় এই ঘর আর সংসার গড়েছিলাম। এখন সব ছাই হয়ে গেছে! থাকার জায়গা, খাবার, পরার কিছুই নেই। দুই মেয়েকে নিয়ে এখন কোথায় যাব?’

স্থানীয় ইউপি সদস্য আবদুল আজিজ জানান, অগ্নিকাণ্ডে পরিবারটির সব কিছুই পুড়ে গেছে। তাদের দুইটি ছোট মেয়ে রয়েছে। ইতোমধ্যে এলাকাবাসী মানবিক সহায়তা হিসেবে খাবার ও পোশাক দিয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। ফলে আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে সখীপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সখীপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুন লাগার কারণ এখনো নির্ধারণ করা যায়নি।