October 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 18th, 2025, 8:43 pm

সখীপু‌রে আধুনিক চাষে প্রশিক্ষণ ও ফলদ চারা বিতরণ

oppo_0

সখীপুর (টাঙ্গাইল):

টাঙ্গাইলের সখীপুরে আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক-কৃষাণিদের মাঝে উন্নতমানের ফলদ চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার তালিমঘরের গ্রিন হেভেন প্রাঙ্গণে রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস)-এর উদ্যোগে ‘বৃক্ষরোপণ, সবুজায়ন এবং ফলের গাছ’ বিষয়ক আলোচনা সভা ও কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ এবং চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব আওলাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এম এ সামাদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আমীন শরীফ, উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রনী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উলফাৎ জাহান, সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম ভূইয়া, হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান রবিন, বাকৃবি’র প্রফেসর ড. উজ্জ্বল কুমার নাথ, কনসালটেন্ট মিজানুর রহমান এবং আরডিএস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এম এ সামাদ বলেন,

বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বাড়ায় না, এটি ছায়া দেয়, বাতাসকে শুদ্ধ রাখে, জলবায়ু নিয়ন্ত্রণে সাহায্য করে এবং কার্বন ডাই অক্সাইড শোষণের মাধ্যমে গ্রীনহাউস গ্যাস কমিয়ে পরিবেশকে সুস্থ রাখে। বৃক্ষ জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বহু প্রাণী-পাখির আশ্রয়স্থল হিসেবেও কাজ করে।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষিত কৃষকদের মাঝে রাম্বুটান, পারসিমন, লঙ্গান, এভোকাডো, এরাবিকা কফি, কাজু বাদাম, চেরি, ডুরিয়ান, সফেদা, শরিফা, আনার (পাকিস্তানী), মাঝেরী, জাম্বুরা, কঠবেল, আতা, মিষ্টি তেতুল, মাল্টা, লাল পেয়ারা, ডালিমসহ নানা জাতের দেশি-বিদেশি উন্নতমানের ফলের চারা বিতরণ করা হয়।