জেলা প্রতিনিধি, টাঙ্গাইল :
টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ও দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যন পদে ১১ প্রার্থীসহ সাধারণ সদস্য পদে ৭৬ ও সংরক্ষিত নারী সদস্য পদে ২২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (১৭ মে) জমাদানের শেষ দিনে তাঁরা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যন পদে ৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান, জাতীয় পার্টির নেতা নূরুজ্জামান তালুকদার, ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বাদল মিয়া, জাকির হোসেন (স্বতন্ত্র), হাফিজ উদ্দিন (স্বতন্ত্র), পিপলস্ পার্টির নেতা আবদুল লতিফ ও বাংলাদেশ জামাতে ইসলামী নেতা রেজাউল করিম মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৩২ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওই ইউনিয়নে মোট ভোটারসংখ্যা ১৩ হাজার ২২৪ জন।
দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যন পদে ৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আনছার আলী আসিফ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক চেয়ারম্যান এসএম শাইফুল ইসলাম শামীম (আ.লীগের বিদ্রোহী-স্বতন্র), উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহবায়ক কমিটির সদস্য সানোয়ার হোসেন মাস্টার ও জাপা নেতা মোহাম্মদ সেলিম মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৪৫ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওই ইউনিয়নে মোট ভোটারসংখ্যা ১৮ হাজার ৫৮৯ জন।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক জানান, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১৭ মে মঙ্গলবার, বাছাই ১৯ মে, আপিল ২২ মে, আপিল নিষ্পত্তি ২৫ মে, প্রার্থিতা প্রত্যাহার ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।
আরও পড়ুন
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শীতের রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন