সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় একইদিনে তিন গৃহবধূ আত্মহত্যা করেছে। উপজেলার দুইজন গৃহবধূ ফাঁসিতে ঝুলে ও একজন বিষপানে আত্মহত্যা করে। শুক্রবার (১১ এপ্রিল) উপজেলার বিভিন্ন গ্রামে আত্মহত্যার ঘটনাগুলো ঘটে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার কালিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার আর্জিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূ তার বাবার বাড়িতে একটি গাছের ডালের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। আর্জিনা আজহারুল ইসলামের মেয়ে ও উপজেলার কুতুবপুর গ্রামের প্রবাসী ইসমাইল হোসেনের স্ত্রী। তাদের ঘরে ৩ বছরের পুত্র সন্তান রয়েছে।
অপরদিকে বহুরিয়া ইউনিয়নের কালমেঘা পূর্বপাড়া এলাকায় আল্পনা আক্তার (২৫) নামের এক গৃহবধূ ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। নিহত আল্পনা আক্তার (২৫) অটোরিকশা চালক রিপন মিয়ার স্ত্রী।
অন্যদিকে, বৃহস্পতিবার দিবাগত রাতে ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের হোসেনপুর এলাকার শারমিন আক্তার (২৬) নামের একগৃহবধূ বিষপান করে। পরে স্বজনরা তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে শুক্রবার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শারমিন ওই এলাকার শাহজাহান মিয়ার মেয়ে।
এ বিষয়ে সখীপুর থানার ওসি জাকির হোসেন জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
মুরাদনগরে ভুক্তভোগী ওই নারীর বাড়িতে বিএনপি নেতা কায়কোবাদ
হালদার পাড়ে তামাক চাষ বন্ধ করতেই হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
সৎ নেতৃত্ব ও ইসলামী অনুশাসন ছাড়া মানবতার প্রকৃত মুক্তি সম্ভব নয়: গোলাম পরওয়ার