সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের সখীপুরে একসঙ্গে ৩০০টি জামে মসজিদে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। স্থানীয় সমাজসেবক ও লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল শনিবার ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন মসজিদের মাঝে এই অনুদান প্রদান করেন।
এ উপলক্ষে বিকালে সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদকদের হাতে তিনি অনুদানের নগদ অর্থ তুলে দেন।
এর আগে সম্প্রতি তিনি বাসাইল উপজেলার ১০০টি জামে মসজিদে ২৫ হাজার টাকা করে মোট ২৫ লাখ টাকা অনুদান প্রদান করেন। তারই ধারাবাহিকতায় সখীপুরের ৩০০ মসজিদে ২৫ হাজার টাকা করে মোট ৭৫ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হলো।
অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশে সালাউদ্দিন আলমগীর রাসেল বলেন,
‘আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন, তার একটি অংশ মানুষের কল্যাণে ব্যয় করতে পারলেই নিজেকে ধন্য মনে করি। সখীপুর আমার জন্মভূমি, এই মাটির প্রতি আমার ভালোবাসা ও দায়বদ্ধতা জন্মগত। সমাজের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করতে পারাকে আমি সৌভাগ্য মনে করি।’
তিনি আরও বলেন,
‘আমার এ অনুদান কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বা প্রচারের জন্য নয়। এটি সম্পূর্ণ মানবিক, ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতা থেকে করা একটি প্রচেষ্টা। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমি এই পথ চলা অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।’
সামাজিক দায়িত্ববোধ থেকে শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় প্রতিষ্ঠান, গরিব-দুঃখীসহ যে কোনো কল্যাণমূলক কাজে পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবীবের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন— কাজী শহীদুল ইসলাম, মাহমুদুল আলম মনির, অধ্যক্ষ বেলায়েত হোসেন, আবদুল হক আল আজাদ, ফজলুল হক বাচ্চু প্রমুখ।

আরও পড়ুন
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও
কুমিল্লা থেকে ৪০ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তি
মুরাদনগরে স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ইউপির চেয়ারম্যানসহ আটক-১০