January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 26th, 2022, 4:12 pm

সখীপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল (সখীপুর) :

সখীপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ফারজানা আলম। অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, অধ্যক্ষ আলীম মাহমুদ, কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদুর রহমান প্রমুখ বক্তব্য দেন। মেলায় স্থান পাওয়া ২২টি স্টল পরিদর্শন করেন অতিথিরা।