জেলা প্রতিনিধি, টাঙ্গাইল:
কাঞ্চন মালার বয়স শতবর্ষ পার হয়েছে। ভালো মতন কানেও শোনে না; চোখে ঝাপসা দেখেন ওই নারী। স্পষ্ট করে কথাও বলতে পারেন না তিনি। তবুও সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার ইচ্ছে তাঁর। তাই নাতির কোলে চড়ে এসেছিলেন বুধবার (১৫ জুন) বিকেল পৌনে চারটার দিকে ভোটকেন্দ্রে। অবশেষে তার নাতির কোলে চড়েই ভোট দিলেন তিনি। উপজেলার ইছাদিঘী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট দেন কাঞ্চন মালা। এর আগে, সকাল ৮টায় শুরু হয় এ ভোটগ্রহণ। চলে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত। কাঞ্চন মালার স্বামী হবিবর রহমান মারা গেছেন কয়েক বছর আগে। তিনি ৪ পুত্র ও ৪ কন্যা সন্তানের জননী। ওই ইউনিয়নের ইছাদিঘী পশ্চিমপাড়া গ্রামে তার বাড়ি। কাঞ্চন মালাকে নিয়ে আসা ইছাদিঘী গ্রামের আবদুল হাই বলেন, দাদি বলছে- ‘আমি এবার ভোট দিমু, আর বাঁচমু কি না, আমারে ভোট কেন্দ্রে নিয়ে যাও।’ তাই দাদিকে ভ্যানে করে নিয়ে এসেছি। কেন্দ্রের ভিতরে কোলে করে নিয়ে এসেছি। আবার কোলে করে ভ্যানের কাছে নিয়ে যাচ্ছি। ওখান থেকে বাড়িতে যাব। উপজেলা নিবার্হী অফিসার ফারজানা আলম বলেন, উপজেলার দুটি ইউনিয়নে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২