April 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, April 19th, 2025, 8:15 pm

সখীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:

টাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশের ধানক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো আমিনা বেগম (৪৫) নামের এক (প্রবাসীর স্ত্রী) নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারী বুধবার রাতে সৌদি আরব প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলফোনে কথা বলতে বলতে বসতঘর থেকে বের হয়েছিলেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে উপজেলার কালিয়া ইউনিয়নের পূর্ব ঘোনারচালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনা বেগম ওই এলাকার প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

নিহতের মেয়ে লিতু আক্তার জানান, রাত ১০টার দিকে আমার বাবা সৌদি থেকে ফোন দেয় চাচার সাথে কুরবানির বিষয়ে কথা বলার জন্য। পরে মা একাই চাচার বাড়িতে ফোন নিয়ে যায়। ১ ঘন্টা সময় পেরিয়ে গেলেও, মা বাড়িতে ফিরেনি। পরে ছোট ভাই পারভেজকে পাঠাই চাচার বাড়িতে খোঁজ নেওয়ার জন্য। পারভেজ ফিরে এসে জানায়, মা চাচার বাড়িতে নেই। পরে মায়ের মোবাইলে ২বার ফোন দিলেও রিসিভ করেনি কেউ। তৃতীয়বার কল দিলে ফোন বন্ধ পাওয়ায় আমরা ভেবেছিলাম ওয়াজ মাহফিলে গিয়েছে, শেষ হলে ফিরে আসবে। পরে ভোরে ঘুম থেকে উঠে দেখি মা বাড়িতে ফিরেনি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে ধানক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

নিহতের ছেলে পারভেজ মিয়া জানান, আমাদের জমিজমা নিয়ে অনেক বছর যাবৎ একটা জামেলা এবং মামলা আছে চাচাদের সঙ্গে। সেই মামলার হাজিরাও ছিল (গতকাল বুধবার)। কিন্তু আমার বাবা মা সেই মামলার আসামী ছিল না। আর আমার ফুফুদের সঙ্গে একটা মামলা রয়েছে। তবে ঘটনার রাতে আমার আম্মা যে মোবাইল নিয়ে বের হয়েছিল, তা এখনোও আমরা পাইনি। আমরা দুই ভাই বোন মিলে একজনকে সন্দেহ করছি, তার নাম পুলিশকে জানিয়েছি।

সখীপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, বৃহস্পতিবার ভোর প্রায় ৬টার দিকে নিহতের ছেলে ফোন দিয়ে আমাকে জানায়। পরে ঘটনাস্থলে পৌছে বাড়ির পাশের ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের গলায় ক্ষতচিহ্ন রয়েছে। রাতের কোনো এক সময় তাকে গলায় ওড়না দিয়ে শ্বাসরোধে দুর্বত্তরা হত্যা করে থাকতে পারে। দুর্বৃত্তরা ওই নারীকে হত্যার পর পরনে স্বর্ণালাঙ্কার লুট করে নিয়ে গেছে। নিহতের মেয়ে লিতু আক্তার বাদী থানায় হত্যা মামলা করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।