October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 25th, 2025, 5:48 pm

সখীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সখীপুর (টাঙ্গাইল):

টাঙ্গাইলের সখীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের জেলখানা মোড় এলাকায় অবস্থিত মেসার্স তাসিন এন্টারপ্রাইজ ও রাব্বী এন্টারপ্রাইজকে বিভিন্ন অনিয়মের দায়ে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা। তিনি জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি, প্লাস্টিকের বস্তায় চাল মজুদ রাখা ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনাসহ নানা অভিযোগের প্রমাণ মেলায় এ জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।