সখীপুর ( টাঙ্গাইল):
টাঙ্গাইলের সখীপুরে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন এক মা। অভিযোগের পর অভিযান চালিয়ে ওই ছেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল রনী এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম কবির হোসেন রাশেদ (২৭)। তিনি সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর গ্রামের আবদুল হাকিমের ছেলে। তার মায়ের নাম কোকিলা বেগম।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি সৃষ্টি করতেন এবং মাকে মারধর করতেন। ছেলের এমন নির্যাতন সহ্য করতে না পেরে কোকিলা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর দুপুরে ভ্রাম্যমাণ আদালতের একটি দল কোকিলা বেগমের বাড়িতে গিয়ে রাশেদকে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ হাতেনাতে আটক করে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতে নিজের দোষ স্বীকার করলে ইউএনও রাশেদকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
পরবর্তীতে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।
অভিযান পরিচালনার সময় সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া এবং উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও
কুমিল্লা থেকে ৪০ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তি
মুরাদনগরে স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ইউপির চেয়ারম্যানসহ আটক-১০