জেলা প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল) :
টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আদনান (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আদনান উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাদের মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট উপজেলার সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজারের উত্তর পাশে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থী দুই বন্ধু আদনান (১৬) ও জুবায়ের (১৬) গুরুতর আহত হয়। আদনানের অকাল মৃত্যুতে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শীতের রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন