January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 31st, 2022, 12:26 pm

সখীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল) :

টাঙ্গাইলের সখীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারের পর মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে তাকে সখীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃত যাবজ্জীবন কারাদ- প্রাপ্ত আসামি বাদল মিয়া (৪৫) সখীপুর উপজেলার রতনপুর গ্রামের মৃত দরবেশ আলীর ছেলে ।
র‌্যাব-১২ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান জানান, ২০১৭ সালের ১১ জানুয়ারি এক কলেজছাত্রীকে অপহরণ করে বাদল। তাকে পরিত্যক্ত ঘরে ছয় মাস আটকে রেখে ধর্ষণ করে। ওই বছরের ২৯ জুলাই গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগীকে একটি ঘর থেকে উদ্ধার করা হয়। পরে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে সখীপুর থানায় বাদলের বিরুদ্ধে মামলা করেন। গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বাদল। ২০১৮ সালের ১ জুন তদন্ত শেষে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামসুল ইসলাম তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলা চলাকালে বাদল জামিনে মুক্তি পায়। এরপর থেকে পলাতক ছিল। গত ১৬ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন আসামি বাদলকে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দেন। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদ- দেওয়া হয়। সখীপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে র‌্যাবের সহায়তায় মঙ্গলবার ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।