October 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 14th, 2025, 7:08 pm

সখীপুরে শ্রমিক দল নেতার বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, দল থেকে বহিষ্কার

সখীপুর (টাঙ্গাইল):

টাঙ্গাইলের সখীপুরে এক শ্রমিক দল নেতার বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম ফজলুল হক (৪০)। তিনি উপজেলার প্রতিমা বংকী তালুকদারপাড়া (পশ্চিমপাড়া) এলাকার আমজাদ আলীর ছেলে এবং দাড়িয়াপুর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক।

মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে একমাত্র ফজলুল হককে আসামি করে সখীপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে ওই শিক্ষার্থীর মেডিকেল পরীক্ষা ও জবানবন্দি রেকর্ডের জন্য টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে।

মামলার বিবরণ ও পরিবার সূত্রে জানা গেছে, শিশুশিক্ষার্থী স্থানীয় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করে। অভিযুক্ত ফজলুল হক ওই ছাত্রীর চাচাতো মামা। মঙ্গলবার ভোরে তিনি শিশুটিকে মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। পথিমধ্যে ফুসলিয়ে একটি বনের ভিতরে নিয়ে ধর্ষণ করেন। পরে অসুস্থ অবস্থায় ওই ছাত্রী মাদ্রাসায় গিয়ে ঘটনার বিস্তারিত জানায়।

মাদ্রাসার প্রধান শিক্ষক (মুহতামিম) বলেন,

আমাদের সামনেই ওই শিক্ষার্থী নিজের মুখে শারীরিক নির্যাতনের কথা বলেছে। সত্য-মিথ্যা যা-ই হোক, এর বাইরে আমরা কিছু জানি না।

ছাত্রীর নানাও মাওলানা জোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম বলেন,

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটি ধর্ষণের ঘটনার কথা স্বীকার করেছে। তার মা বাদী হয়ে মামলা করেছেন। শিশুটিকে মেডিকেল পরীক্ষা ও ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দেওয়ার জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে।

থানার ওসি আবুল কালাম ভূইয়া জানান, আসামিকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে।

এদিকে ঘটনা জানাজানি হতেই উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. মতিন ও সদস্যসচিব বাবুল মিয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,

দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ফজলুল হককে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।