January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 14th, 2022, 3:10 pm

সখীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল (সখীপুর) :

টাঙ্গাইলের সখীপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাহীন মিয়া (২৩) নামের এক চালক নিহত হয়েছেন।
এ ঘটনায় ছানোয়ার হোসেন নামে একজন আহত হয়েছে। শুক্রবার ভোরে সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া সাবেদের চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন মিয়া সখীপুর পৌরসভার এলাকার ৮ নং ওয়ার্ডের মিলপাড় এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সখীপুরগামী প্রাইভেটকারটি সাগরদিঘী থেকে সখীপুুরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সখীপুর-সাগরদিঘী সড়কের সাবেদের চালা এলাকায় পৌছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক শাহীন মিয়া মারা যান। প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ছানোয়ারকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।