ভাতার দাবিতে গতকাল বুধবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখার ঘটনার পর আজ বৃহস্পতিবারও অর্থ মন্ত্রণালয়ের সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় আন্দোলনকারী চার কর্মচারীকে আটক করা হয়েছে।
আজ সকাল থেকেই অর্থ মন্ত্রণালয়ের আশপাশে কিছু লোকজনের আনাগোনা লক্ষ্য করা গেলে দ্রুত সতর্কতা জোরদার করে পুলিশ ও অন্যান্য বাহিনী। এসময় বিজিবি সদস্যদেরও সচিবালয়ে প্রবেশ করতে দেখা যায়।
এদিকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও সচিবালয়ের ভেতরে কর্মচারীদের মধ্যে ভাতার দাবি নিয়ে আলোচনা চলছে। সচিবালয় কর্মকর্তা–কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির বলেন, “সরকার যদি আমাদের ভাতার দাবি সুষ্ঠুভাবে মেনে নেয়, তাহলে আমরা আন্দোলন করবো না। প্রজ্ঞাপন দিলেই আমরা কাজে ফিরে যাব।”

বিশেষ সূত্রে জানা গেছে, আজ প্রজ্ঞাপন না হলে কর্মচারীরা আবারও অর্থ মন্ত্রণালয়ের সামনে জড়ো হয়ে আন্দোলনে নামবেন।
উল্লেখ্য, সচিবালয়ে কর্মরত সব কর্মচারীর জন্য ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’ দাবি করে টানা আন্দোলন করছেন তারা। এর আগে রেশন সুবিধার দাবিতেও অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেন আন্দোলনকারীরা। আশ্বাস মিললেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ তাদের।
এ ছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ্য ভাতা এবং নতুন পে-কমিশন গঠন সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়িত না হওয়ায় কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এসব ক্ষোভেরই বহিঃপ্রকাশ গতকালের অবরোধ কর্মসূচি।
এনএনবাংলা/

আরও পড়ুন
বিবিসি বাংলার প্রতিবেদন: মোটরসাইকেলে করে আসা দুই জন সম্প্রতি ওসমান হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল
হাদিকে গুলি নির্বাচন বানচালের চক্রান্তের অংশ: জামায়াত
মশাবাহিত রোগের প্রাদুর্ভাবে বাংলাদেশসহ ৪ দেশে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা