উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় ৬ দফা দাবি জানিয়েছিল শিক্ষার্থী ও অভিভাবকরা। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় এই ঘটনার প্রতিবাদে কলেজের গোল চত্বরে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা।
এ সময় তাদের সব দাবি মেনে নেওয়ার ঘোষণাও দেয় সরকার। এ ছাড়াও এইচএসসি পরীক্ষা পেছানোর ঘোষণা দেরি করে দেওয়া ইস্যুকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দাবির মুখে সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকেও প্রত্যাহার করা হয়।
তার পরও সচিবালয়ে ঢুকে ভাংচুর চালায় একদল শিক্ষার্থী। আর দাবি মেনে নেওয়ার পরেও এ সহিংসতার পেছনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইন্ধন রয়েছে বলে জানা গেছে।
অনুসন্ধানে জানা গেছে, সচিবালয়ে হামলার পরিকল্পনা আসে জুলাই গণহত্যাকারী ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপন মিটিং থেকে। যেখানে বলা হয়,‘সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পোশাকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে।’
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারী একদল শিক্ষার্থী সচিবালয়ের প্রবেশ মুখে কোনো কারণ ছাড়াই একজন পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং মারধর করে। আরেক পুলিশ সদস্য এগিয়ে এল তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে তারা সচিবালয়ের প্রধান ফটকটি ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ‘ভুয়া ভুয়া’ শ্লোগান দিয়ে হামলা চালায় পুলিশ সদস্যদের ওপর।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে শিক্ষার্থীরা যখন আন্দোলন করছিল তখন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক ঘণ্টায় অন্তত ১০টি পোস্ট শেয়ার করা হয়। যেখানে সব পোস্টেই আন্দোলনে ‘উস্কানি’ দেওয়া হয়।
এ ছাড়াও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সহিংসতায় ‘উস্কানি’ দিয়েছেন এবং অংশ নিয়েছেন, যার বিভিন্ন স্ক্রিনশট দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এদিকে, সচিবালয়ে ঘেরাও করতে আসা আন্দোলনকারী অনেককেই নিজেদের শিক্ষার্থী হিসেবে দাবি করলেও নিজেদের পরিচয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বলতে পারেনি।
এখন প্রশ্ন উঠেছে, এমন সংকটের মধ্যেও দেশকে অস্থিতিশীল করছে কারা? এরা কি সত্যিই সাধারণ শিক্ষার্থী নাকি আওয়ামী ফ্যাসিবাদের অনুসারী। দেশের গণতন্ত্রকামী শান্তিপ্রিয় মানুষ আওয়ামী ফ্যাসিবাদের পুনরুত্থান চক্রান্তের এ অপচেষ্টার বিরুদ্ধে ছাত্র-জনতাকে চব্বিশের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
মাইলস্টোন ট্রাজেডি – বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩১ : আইএসপিআর
সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ