January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 30th, 2022, 8:36 pm

সতর্কতামূলক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক

আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য বৃহস্পতিবার সতর্কতামূলক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের বিদায়ী গভর্নর ফজলে কবির ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেয়ার লক্ষ্যে নীতিমালায় সতর্ক অবস্থান নিয়েছেন।

জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে ২০২২-২৩ অর্থবছরের নীতিমালা ঘোষণা করা হয়।

মুদ্রানীতিতে ২০২২-২৩ অর্থবছরের বেসরকারি খাতে ঋণ প্রবাহে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৩ দশমিক ৬ শতাংশ ও ২০২৩ সালের জুনে ১৪ দশমিক ১ শতাংশ ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার হিসেবে পরিচিত রেপোর সুদ হার ৫ দশমিক ৫ শতাংশে উন্নীত করেছে।

—ইউএনবি