January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 30th, 2022, 7:22 pm

সন্তানকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পরীমণি

অনলাইন ডেস্ক :

সন্তান জন্মের পর থেকেই শুভেচ্ছায় ভাসতে থাকেন ঢালিউডের শীর্ষ নায়িকা পরীমণি। প্রায় ২ মাস হতে চলল। এরমধ্যে অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী রাজ্যকে দেখতে গিয়েছেন পরীর বাসায়। আর প্রতিটা খবরই পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জানিয়ে থাকেন। এর ধারবাহিকতায় গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পুত্র রাজ্যকে নিয়ে একটি সুন্দর ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখে দেন ‘শান্তি’। হতে পারে, তিনি রাজ্যর এই ছবিটি প্রকাশ করে শান্তির বার্তাই ছড়িয়ে দিতে চেয়েছেন অশান্ত ঢালিউডে। ছবিটির আরেকটি বড় দিক, রাজ্য জন্মের পর সম্ভবত এটাই প্রথম আউটডোর সেশন ছিলো মা-ছেলের। পরীমণি জানান, ছবিটি বসুন্ধরা আবাসিক এলাকায় তোলা। আর এটি তুলেছেন আরিফ আহমেদ। তবে ছবিটি সম্পর্কে বিস্তারিত মন্তব্য চেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাজ-পরী দম্পতির কাছে। চলতি বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য। গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা।