April 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, April 5th, 2025, 1:00 pm

সন্ত্রাস ও চাঁদাবাজদের মিথ্যা মামলার বিরুদ্ধে বড়িয়াচারা গ্রামবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ সন্ত্রাস ও চাঁদাবাজদের মিথ্যা মামলার বিরুদ্ধে বড়িয়াচারা গ্রামবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার তিন শতাধিক নারী ও পুরুষ অংশ নেন।
বৃহস্পতিবার (৩এপ্রিল) কুমিল্লার মুরাদনগর উপজেলার ১নং শ্রীকাইল ইউনিয়ন ৪নং ওয়ার্ডের বড়িয়াচারা গ্রামের মৃতঃ হাছন আলী ছেলে মোঃ শাহজাহান মিয়া, সেলিম, শাহপরান, কসুমুদ্দীন কাশেম বোন পারুল আক্তার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল নানা শ্লোগান দিতে থাকেন গ্রামবাসী।
মানববন্ধনে অংশ গ্রহণ করেন ইউপির সদস্য মাকসুদুল ইসলাম, সাবেক সুবেদার আবদুল হক, সাবেক সার্জন ফজলুল হক, আবুল হোসেন, শরিফ, সামছুল হক, জয়নাল, খোকন সরকার, সাইদুল ইসলাম, কাজী খোরশেদ আলম, আয়েবজান,ফুলেছা বেগম,মাজেদা বেগম ও ফরিদা বেগম প্রমুখ। মানববন্ধনে এলাকার তিন শতাধিক নারী ও পুরুষ অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া ওই গ্রামের ইউপির সদস্য মাকসুদুল ইসলাম, সাবেক সুবেদার আবদুল হক, সাবেক সার্জন ফজলুল হক বলেন, শাহজাহান মিয়া ও তার ভাই সেলিম, শাহপরান, কসুমুদ্দীন কাশেম বোন পারুল আক্তার বাদী হয়ে বড়িয়াচরা গ্রামের তারা বড়িয়াচারা গ্রামের দের মাসে ৯ টি  মিথ্যা মামলা দিয়ে দেরশতাধিক নারীপুরুষকে হয়রানি করছেন। তারা গত ৩০ বছরে প্রায় ৩০টি মিথ্যা মামলা করে ৪শতাধীক নারী পুরুষের বিরুদ্ধে জমি দখল, ভাংচুর, মারধর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। তাদের কাছ থেকে মোটা অংকের চাঁদাবাজি করছে। চাঁদা দিতে না চাইলে জমি দখল মারধর বাড়ীঘর ভাংচুর লুটপাট করেছে ওই শাহজাহান গংরা।