বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে লন্ডন থেকে সৌদি আরব রওনা হবেন। জানা গেছে, তিনি স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ২০ অক্টোবর মক্কায় পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন।
ওমরাহ শেষে তিনি লন্ডনে ফিরে যাবেন। সবকিছু অনুকূলে থাকলে নভেম্বরের তৃতীয় সপ্তাহে তারেক রহমানের দেশে ফেরার পরিকল্পনা রয়েছে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
ব্রিটেনে অবস্থানরত বিএনপির একাধিক নেতা তার সঙ্গে ওমরাহ করতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে পরিবারের বাইরে একই ফ্লাইটে আর কারা যাচ্ছেন—সে তালিকা এখনো চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বরে তিনি সর্বশেষ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন। তখন তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার সঙ্গে যোগ দিয়েছিলেন। এরও আগে ২০১৪ সালে মা-ছেলে একসঙ্গে ওমরাহ পালন করেন।
এনএনবাংলা/
আরও পড়ুন
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ১,৬৩২ জন গ্রেফতার
নির্বাচনে ১৩৮ আসনে প্রার্থী ঘোষণা করলো গণতন্ত্র মঞ্চ
কেউ কিছু জানে না, এমনও অনেক মিটিং হচ্ছে: আমীর খসরু