November 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 31st, 2025, 4:11 pm

সবজি ও মুরগিতে স্বস্তি, অপরিবর্তিত গরু-খাসির মাংসের দাম

 

শীতের আগমনে রাজধানীর বাজারে স্বস্তি ফিরেছে সবজি ও মুরগির দামে। বিক্রেতারা বলছেন, দরজায় কড়া নাড়া শীত পুরোপুরি নামলে সবজির দাম আরও কমে আসবে। তবে এখনো গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে খুচরা বাজারে কেজিপ্রতি ৫ টাকা বেড়েছে আটার দাম।

শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। বিক্রেতারা জানান, প্রায় সব ধরনের সবজির দাম এখন ৪০ থেকে ৬০ টাকার ঘরে। আজকের বাজারে মুলা বিক্রি হচ্ছে ৪০ টাকা, বরবটি ৬০, করলা ৬০, শসা ৫০, গাজর (দেশি) ৮০, কাঁচা মরিচ ১৬০, মিষ্টি কুমড়া ৪০ এবং টমেটো ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া চিচিঙ্গা ৬০, পটল ৪০, ঢেঁড়স ৪০, পেঁপে ৩০, লাউ (প্রতি পিস) ৪০, কাঁচা কলা (প্রতি হালি) ৪০, বেগুন (গোল) ৮০, ঝিঙা ৬০, ধন্দুল ৬০, কঁচুর লতি ৬০, কঁচু ৫০, ফুলকপি (ছোট) ৫০, জালি ৪০, আলু ২৫ এবং বাঁধাকপি (ছোট) ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের বিক্রেতা বাবুল বলেন, “সবজির দাম কমে আসায় বিক্রি বেড়েছে আগের তুলনায়। শীত পড়লে দাম আরও কমে আসবে।”

মুরগির সরবরাহ ভালো থাকায় দামে কিছুটা স্বস্তি এসেছে। ব্রয়লার মুরগি ১৬০ টাকা (আগে ১৭০–১৮০ টাকা), লেয়ার মুরগি ৩০০ টাকা (আগে ৩১০ টাকা), পাকিস্তানি কক মুরগি ২৯০–৩০০ টাকা (আগে ৩২০ টাকা), দেশি মুরগি ৫৫০–৫৬০ টাকা (আগে ৬০০ টাকা)।

তবে গরু ও খাসির মাংসের দাম আগের মতোই রয়েছে। গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ১০০০ টাকা।

খোলা ও মোড়কজাত উভয় ধরনের আটার দাম বেড়েছে। মোড়কজাত আটা (২ কেজি) ১১৫–১২০ টাকা (আগে ১০৫–১১০ টাকা), খোলা আটা কেজিপ্রতি ৫০ টাকা (আগে ৪৫ টাকা)।

উল্লেখ্য, আগস্টের মাঝামাঝি আটার দাম এক দফা বৃদ্ধির পর এটি চলতি বছরের দ্বিতীয় দফা বাড়লো।

এনএনবাংলা/