July 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 11th, 2025, 7:10 pm

সবসময় চেয়েছি নিজের পরিবারকে সময় দিতে: পূর্ণিমা

পূর্ণিমা/ ছবি ফেসবুক থেকে নেওয়া

 

ঢাকাই সিনেমায় ‘পূর্ণিমা’ নামটি শুধু একটি জনপ্রিয় অভিনেত্রীর পরিচয় নয়, এটি হয়ে উঠেছে এক সময়ের আবেগ, ভালোবাসা এবং সিনে-নস্টালজিয়ার প্রতীক। দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময়জুড়ে চলা তাঁর অভিনয়জীবন শুধু সিনেমা নয়, ছুঁয়ে গেছে কোটি ভক্তের হৃদয়।

১৯৯৮ সালের ১৫ মে, জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে রিয়াজের বিপরীতে তার বড় পর্দায় অভিষেক ঘটে। সেই শুরু, তারপর আর পেছনে তাকাতে হয়নি তাকে।

তবে পূর্ণিমার এই দীর্ঘ অভিনয়জীবন ছিল না কেবল সাফল্যের সোনালি গল্প। মাঝেমধ্যে হতাশাও গ্রাস করেছিল তাকে। এক পর্যায়ে নিজেকে গুটিয়ে নেন, অভিনয় থেকে খানিকটা দূরত্ব তৈরি হয়। তবে হাল ছাড়েননি। উপস্থাপনায় এসে আবার আলোচনায় আসেন। নিজের অবস্থান পুনরুদ্ধার করেন। তার কথায়, একটা সময় এসে আমি হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু দর্শকদের ভালোবাসা আর মায়ের প্রেরণায় আবার ঘুরে দাঁড়াই।

পূর্ণিমা বলেন, আমি আজীবন আমার মায়ের কাছে কৃতজ্ঞ থাকবো। তিনি তাগিদ না দিলে আমি কখনো অভিনয়ে আসতাম না, পূর্ণিমা হয়ে উঠতাম না। আজ আমি যে, মা-ই তার মূল কারিগর।

পূর্ণিমা বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে। সংসার, সন্তান এবং ব্যক্তিগত জীবনেই তার মূল ব্যস্ততা। তিনি এখনো মাঝেমধ্যে বিশেষ কিছু কাজ করেন, তবে সংখ্যায় খুবই সীমিত। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘আহারে জীবন’ তার সর্বশেষ বড় পর্দার সিনেমা।

পূর্ণিমার জন্মদিনে তিনি থাকছেন পরিবারের সঙ্গেই। দিনটিকে তিনি উদযাপন করবেন ঘনিষ্ঠজনদের নিয়ে, নিরিবিলিতে। এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, এই দিনটি আমার জীবনের একটি নতুন অধ্যায়। সবসময় চেয়েছি নিজের পরিবারকে সময় দিতে, এখন সেটাই করছি।

এনএনবাংলা/আরএম