নিউজ ডেক্স :
দোষারোপ বন্ধ করে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ মানুষের পাশে রয়েছে। কিন্তু বিএনপির রাজনীতি খালেদা জিয়া ও তারেক রহমানের স্বাস্থ্য এবং শাস্তির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। অন্য রাজনৈতিক দলগুলোও দোষারোপের রাজনীতিতে ব্যস্ত। সবাই দোষারোপের রাজনীতি বন্ধ করে অন্তত ঈদের পর মানুষের পাশে দাঁড়ান।
তিনি আরো বলেন, লকডাউন কোনো স্থায়ী সমাধান নয়। কিন্তু জনগণ স্বাস্থ্যবিধি না মানলে লকডাউনের সময়সীমা আরো বাড়ানো হতে পারে।
আরও পড়ুন
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক সতর্কতামূলক ব্যবস্থা দুর্যোগের ক্ষতি থেকে বাঁচার সহায়ক
শেখ হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ার পর সচিবালয়ে আগুন
অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন মির্জা ফখরুল