অনলাইন ডেস্ক :
সবাইকে চমকে দিলেন অভিনেত্রী। একেবারে আঙুলে আংটি পরে অন্তরঙ্গ ছবি সামাজিক পাতায় পোস্ট করে ঘোষণা দিলেন, আর একা নন তিনি। হ্যাঁ, বলা হচ্ছে ভারতের মডেল, অভিনেত্রী, বিগ বস ওটিটি বিজয়ী ডিভা দিব্যা আগারওয়ালের কথা। সবাইকে চমকে দিয়ে বাগদানের ঘোষণা দিয়েছেন তিনি। প্রকাশ্যে এনেছেন আংটি। বিনোদনভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, বাগদত্তার সঙ্গে বেশ কিছু ছবি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন দিব্যা আগারওয়াল। এখন অফিশিয়ালি তিনি অপূর্ব পারগাঁওকরের বাগদত্তা। ছবিতে দেখা যাচ্ছে, আংটি পরিহিত দিব্যা। ভক্তরা শুভেচ্ছার বন্যা বইয়ে দিচ্ছেন নেটপাড়ায়। মজার ব্যাপার হলো, ৪ ডিসেম্বর নিজের জন্মদিনে বাগদান সেরেছেন দিব্যা আগারওয়াল। এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে! একটি ছবিতে দেখা যাচ্ছে, দিব্যার কপালে চুমু দিচ্ছেন অপূর্ব। আরেক ছবিতে বাগদানের আংটি দেখা যাচ্ছে দিব্যার আঙুলে। এদিন দিব্যা পরেছিলেন ককটেল গ্লেজি হট পিঙ্ক ড্রেস। ক্যাপশনে দিব্যা লিখেছেন, ‘আমি কি কখনও হাসি থামাব? সম্ভবত না। জীবন আরও উজ্জ্বল হয়ে উঠেছে এবং আমি এই যাত্রা ভাগ করে নেওয়ার জন্য সঠিক ব্যক্তিকে খুঁজে পেয়েছি।’ এর আগে বরুণ সুদের সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছেন দিব্যা আগারওয়াল। কয়েক বছর প্রেমের পর চলতি বছরের শুরুর দিকে দুজন আলাদা হওয়ার ঘোষণা দেন।
আরও পড়ুন
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’