October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 22nd, 2023, 7:47 pm

সবার কাছে হাস্যকর হতে চান না জায়েদ খান

অনলাইন ডেস্ক :

নানা কারণে সব সময় আলোচনায় থাকেন অভিনেতা জায়েদ খান। কিছুদিন হলো অবশ্য আটকে আছেন ডিগবাজিতে। বিভিন্ন অনুষ্ঠানে ডিগবাজি দিয়ে নতুন করে আলোচনায় তিনি। একই সঙ্গে অবশ্য কিছুদিন আগে থেকে আলোচনায় ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে তার নিজের এলাকায় প্রার্থী হওয়া নিয়ে। বিভিন্ন সাক্ষাৎকারে বলেছিলেন, প্রধানমন্ত্রী চাইলে তিনি নিজের এলাকায় সংসদ সদস্য প্রার্থী হতে চান। কিছুদিন আগে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এরইমধ্যে প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেওয়ার তারিখ শেষ। অনেক তারকাই মনোনয়ন ফরম সংগ্রহ করে জমাও দিয়েছেন। কিন্তু সে তালিকায় নেই আলোচিত অভিনেতা জায়েদ খান। কারণ কী?

সংবাদমাধ্যমকে গত বুধবার দুপুরে তিনি জানান, এবারের নির্বাচনের জন্য নয়, পরের নির্বাচনের জন্য ভাবছেন তিনি। তাই এবার মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। তিনি বলেন, ‘আমি মনোনয়ন ফরম কিনলাম, কিন্তু মনোনয়ন পেলাম না, তখন বিষয়টা হাস্যকর হয়ে যাবে। আমি সবার কাছে হাস্যকর হতে চাই না। তা ছাড়া আগামী কয়েক বছর আমি অনেক কাজের পরিকল্পনা করে রেখেছি। সবচেয়ে বেশি আছে অভিনয়ের পরিকল্পনা। অনেকগুলো সিনেমার অফার রয়েছে। আমি একসঙ্গে আসলে অনেক কাজ করতে পারি না। যখন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলাম তখন সেই দায়িত্ব ঠিকঠাক পালন করেছি। সেটা করতে গিয়ে অভিনয় করতে পারিনি। তাই এখন অভিনয়ে মনোযোগ দিতে চাই। পরেরবার ইনশাআল্লাহ নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা করব।’