‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে’ উল্লেখ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, ‘আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন, যাতে কেউ নিরাপত্তাহীনতায় না ভোগেন। আমাদের এটা দ্রুত নিশ্চিত করতে হবে।’
বুধবার (৭ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিশাল সমাবেশে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তারেক রহমান এ আহ্বান জানান।
তিনি বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশবাসীসহ সব রাজনৈতিক দলকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
তারেক রহমান বলেন, ‘আমি বিশেষভাবে সারাদেশে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের আহ্বান জানাচ্ছি, তারা যেন ধর্ম, দলমত নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিতে পাশে দাঁড়ান।’
তিনি দেশবাসীকে আইন হাতে তুলে না নেওয়ারও আহ্বান জানান।
বিএনপির নামে কেউ ভাঙচুর ও সহিংসতায় লিপ্ত হওয়ার চেষ্টা করলে, তাকে ধরে প্রশাসনের হাতে তুলে দিতে জনগণের প্রতি আহ্বান জানান তারেক।
—–ইউএনবি

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল