জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণ দায়িত্ব গ্রহন করেছেন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) ইউনিয়ন পরিষদে এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইউনিয়নের জনসাধারণ, বিশিষ্টজন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে ইউনিয়ন বাসীর পক্ষে বিভিন্নজন ব্যাক্তি চেয়ারম্যান ও সদস্যগণকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে। এছাড়া ইউপি সচিব, উদ্যোক্তা ও গ্রাম পুলিশগণ চেয়ারম্যান ও সদস্যগণকে ফুলেল শুভেচ্ছা জানায় এবং চেয়ারম্যান সকল সদস্য, সচিব ও গ্রাম পুলিশগণকে ফুলেল শুভেচ্ছা জানায়। পরে চেয়ারম্যান ও সদস্যগণ ১ম সভার মাধ্যমে ইউনিয়নের নাগরিক সেবার দায়িত্ব গ্রহন করে। এ সময় চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু সকল ভেদাভেদ ভূলে নাগরিক সেবা নিশ্চিত করণে ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আধুনিক ডিজিটাল ইউনিয়ন উপহার দিতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২