January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 22nd, 2022, 7:38 pm

সবুজ পোশাকে আলো ছড়ালেন মৌনি রায়

অনলাইন ডেস্ক :

‘নাগিন’ অভিনেত্রী মৌনি রায় বলিউডের অন্যতম সেরা ফ্যাশন আইকন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নিত্যনিতুন ছবি শেয়ার করে ভক্তদের মাঝে বেশ আলোচনায় থাকেন এই অভিনেত্রী। মৌনি বরাবরই একজন অবিসংবাদিত ফ্যাশন ডিভা, যিনি নিজের ফ্যাশনশৈলীর মাধ্যমে সবাইকে আকৃষ্ট করেন। গত শনিবার মৌনি রায় মুম্বাইয়ে পেশাদার ক্যামেরাম্যানের ক্যামেরায় নিজেকে ফুটিয়ে তোলেন। মৌনি তার স্টাইলিশ পোশাকে মুগ্ধ করেছেন সবাইকে। তাকে একটি নিয়ন সবুজ পোশাকে দেখা গেছে। কোমরে একটি সাহসী কাটসহ নিয়ন সবুজ পোশাকে ক্যামেরার সামনে আসেন মৌনি রায়। পায়ে হলুদ জুতাসহ চুল ছেড়ে দিয়েছিলেন তিনি। লাস্যময়ী চেহারায় মিষ্টি হাসি মন কেড়েছে ভক্তদের। সবুজ পোশাকে আলো ছড়িয়েছেন মৌনি নতুন এই লুকে দর্শকদের মাঝে দারুণ নাড়া ফেলেছেন ‘নাগিন’ খ্যাত এই অভিনেত্রী।