January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 10th, 2024, 9:06 pm

সবুজ-সাদাফের হ্যাটট্রিকে জয় পেল মেরিনার্স

অনলাইন ডেস্ক :

প্রিমিয়ার ডিভিশন হকি লিগে হতাশায় শুরুর পর দুর্দান্ত পারফরম্যান্সে ঘুরে দাঁড়াল মেরিনার ইয়াংস। তাতে স্রেফ খড়কুঁটোর মতো উড়ে গেল আজাদ স্পোর্টিং ক্লাব। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার সোহানুর রহমান সবুজ ও সাদাফ সালেকীনের হ্যাটট্রিকে ১৩-২ গোলে জিতেছে মেরিনার্স। ঊষা ক্রীড়া চক্রের বিপক্ষে ৫-১ গোলে হেরে আসর শুরু করেছিল তারা। আবাহনীর বিপক্ষে ১০-১ গোলে হেরে প্রতিযোগিতা শুরু করা আজাদ এই ম্যাচের প্রথম কোয়ার্টারেই গোল হজম করে তিনটি। চতুর্থ মিনিটে সাজেদুর রহমান সাজুর ফিল্ড গোলের পর দ্বাদশ ও চতুর্দশ মিনিটে লক্ষ্যভেদ করেন সবুজ।

দ্বিতীয় কোয়ার্টারে জোড়া গোলে ব্যবধান আরও বাড়ান মেরিনার্স অধিনায়ক ফজলে হোসেন রাব্বি। তারা গোল উৎসবের ধারা ধরে রাখে পরের দুই কোয়ার্টারেও। ৩৪ মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে হ্যাটট্রিক পূরণ করেন সবুজ। এই অর্ধে মিলনের গোলের পর সালেকীন ৩৯, ৪০ এবং ৪১ মিনিটে পূরণ করেন হ্যাটট্রিক। ৪২তম মিনিটে আজাদের প্রখম গোলটি করেন শাহিন। চতুর্থ ও শেষ কোয়ার্টারে মাঈনুল ইসলাম কৌশিক, আবেদ উদ্দিন ও ৫৮তম মিনিটে সবুজ গোল করলে বড় জয় নিশ্চিত হয়ে যায় মেরিনার্সের। শেষ দিকে ব্যবধান আরেকটু কমান মোহাব্বত।