পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুক বিশ্বব্যাপী মুসলমানদের জন্য সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে সৌদি আরবে অবস্থানরত যেকোনো ধরনের ভিসাধারী ওমরাহ পালন করতে পারবেন।
এর ফলে ব্যক্তিগত, পারিবারিক, ই–ট্যুরিস্ট, ট্রানজিট, শ্রমসহ সব ধরনের ভিসাধারীরা নতুন এই সুবিধার আওতায় আসবেন।
মন্ত্রণালয় জানায়, সারা বিশ্বের মুসলমানরা যাতে আরও সহজে ও স্বস্তিতে ওমরাহ পালন করতে পারেন, তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এই উদ্যোগ সেই প্রচেষ্টারই অংশ।
ওমরাহ পালনে আগ্রহীদের সুবিধার্থে সৌদি সরকার সম্প্রতি ‘নুসুক ওমরাহ’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মুসল্লিরা সহজেই ওমরাহর জন্য প্রয়োজনীয় প্যাকেজ নির্বাচন, সময়সূচি নির্ধারণ এবং ‘অনুমতিপত্র’ সংগ্রহ করতে পারবেন।
সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগ দুই পবিত্র মসজিদের অভিভাবক বাদশাহ সালমান ও যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের প্রতিশ্রুতির প্রতিফলন।
তারা মুসলমানদের জন্য নিরাপদ ও আধ্যাত্মিক পরিবেশে দুই পবিত্র মসজিদ পরিদর্শন ও ধর্মীয় আচার পালনের সুযোগ সৃষ্টিতে অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি, আল্লাহর অতিথিদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে ও তাদের আধ্যাত্মিক যাত্রা সহজ করতে সর্বোত্তম সেবা প্রদানেরও আশ্বাস দিয়েছেন।
এনএনবাংলা/
আরও পড়ুন
বেবি পাউডারে ক্যান্সারের উপাদান, জনসন অ্যান্ড জনসনকে ৯৬ কোটি ডলার জরিমানা
সাবেক মন্ত্রী বীর বাহাদুরের ১৩ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ
স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী রুহুল হকের ৫৬টি ব্যাংক হিসাব জব্দ