অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, সব বাধা-বিপত্তি সত্ত্বেও আগামী ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি হবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে। তিনি বলেন, জনগণ এই নির্বাচনের পথে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবে। জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থান নতুন সরকারের বৈধতা ও জনগণের সামাজিক চুক্তিকে নিশ্চিত করেছে।
বুধবার (১ অক্টোবর) ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, অনেকেই বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু মনে রাখতে হবে, ২০০৯ সাল থেকে অসংখ্য মানুষ রাজনৈতিক মামলার শিকার হয়েছেন, হাজারো মানুষ গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর সাংবিধানিক পথ বন্ধ হয়ে গিয়েছিল। তখন ছাত্র-জনতার নেতৃত্বে জুলাই বিপ্লব হাসিনাকে দেশত্যাগে বাধ্য করেছে। সেই বিজয়ের মধ্য দিয়েই গণতান্ত্রিক উত্তরণের পথ খুলে গেছে এবং বর্তমান সরকারের বৈধতা জনগণই দিয়েছে।
তিনি আরও বলেন, পৃথিবীর সভ্যতাগুলোতে যে সব সরকার গঠিত হয়েছে, তার মধ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারই সবচেয়ে বৈধ। যারা দেশকে জিম্মি করে রেখেছিল, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তবে জনগণ তা ব্যর্থ করবে। তিনি স্পষ্টভাবে জানান, ড. ইউনূসের নেতৃত্বেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করবে।
এনএনবাংলা/
আরও পড়ুন
নতুন বাংলাদেশ গড়তে কারও দাসত্ব নয়, স্বনির্ভর হতে হবে: ড. ইউনূস
‘আমি কোনো এক্সিট খুঁজছি না, বাকিটা জীবনও বাংলাদেশে কাটিয়ে যাব’
পাকিস্তানে সেনা কনভয়ে হামলা, নিহত ১১